বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) অধীন চলতি বছরের এসএসসি পরীক্ষা আগামী ২৬ নভেম্বর থেকে শুরু হচ্ছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) বাউবির ওয়েবসাইটে যুক্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, এই পরীক্ষা কার্যক্রম চলবে আগামী ১০ ডিসেম্বর পর্যন্ত। শুক্র ও শনিবার সকাল ও বিকেলে তত্ত্বীয় পরীক্ষা অনুষ্ঠিত হবে। সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে ৩০৩ টি কেন্দ্রে এবছর প্রায় ৮৩ হাজার ১৩৪ জন পরীক্ষায় অংশ নেবেন। এর মধ্যে ৫২ হাজার ৫২৬ জন ছাত্র ও ৩০ হাজার ৬০৮ জন ছাত্রী রয়েছে।
চলতি বছরে শুধুমাত্র নৈর্বাচনিক বিষয়ে এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে। অন্যান্য আবশ্যিক বিষয়ে সাবজেক্ট ম্যাপিং করে মূল্যায়নের মাধ্যমে নম্বর দেওয়া হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।