কোভিড ঠেকাতে সরকারের দেওয়া বিধিনিষেধের প্রতিবাদে ইউরোপের বেশ কটি শহরে মানুষজন গাড়িতে আগুন দিয়েছে, ভাঙচুর করেছে, পুলিশের দিকে পেট্রোল বোমা ছুড়েছে। কেন ক্ষোভে ফুঁসছে ইউরোপের বহু মানুষ? মাত্র কয়েকমাস আগেই, ইউরোপে কোভিড পরিস্থিতি নিয়ে সবাই স্বস্তির নি:শ্বাস ফেলছিলেন। সংক্রমণের গ্রাফ বা রেখা প্যানডেমিক শুরুর পর সবচেয়ে নিচুতে নেমে গিয়েছিল।