উইসকনসিনের ওয়াকিশাতে ক্রিসমাস প্যারেডে গাড়ি হামলা করেছিল ৩৯ বছর বয়সি ড্যারেল ব্রুকস জুনিয়ার। উইসকনসিনের পুলিশ প্রধান ড্যানিয়েল টমসন জানিয়েছেন, গাড়ি-হামলা যে সন্ত্রাসবাদী কাজ এমন কোনো প্রমাণ পাওয়া যায়নি।
পুলিশের বক্তব্য, গাড়ি-হামলার আগে ব্রুকস গৃহবিবাদে জড়িয়ে পড়ে। পুলিশ তার বাড়িতে পৌঁছাবার আগেই সে বাড়ি থেকে চলে যায়। তারপরই সে তার এসইউভি নিয়ে ব্যারিকেড ভেঙে সোজা ক্রিসমাস প্যারেডে ঢুকে যায়। গাড়ির ধাক্কায় পাঁচজন মারা গেছেন। তার মধ্যে চারজন নারী ও একজন পুরুষ। ৪৮ জন আহত।