খালেদা জিয়ার বিদেশে চিকিৎসা: বিএনপিতে কর্মসূচি নিয়ে দ্বন্দ্ব

বাংলা ট্রিবিউন প্রকাশিত: ২২ নভেম্বর ২০২১, ২১:৪৬

২০২০ সালের ২৫ মার্চে শর্তসাপেক্ষ মুক্তির পর দলের চেয়ারপারসন খালেদা জিয়াকে কেন্দ্র করে গত শনিবার (১৮ নভেম্বর) প্রথম কর্মসূচি পালন করে বিএনপি। সেদিন ‘গণ-অনশনে’ দলের সিনিয়র নেতাদের অধিকাংশ অংশ নেন। ঠিক একই দাবিতে একদিন পর সোমবার (২২ নভেম্বর) সকালে জাতীয় প্রেসক্লাবে সামনে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে আবার সিনিয়র নেতাদের একটা বড় অংশই অনুপস্থিত ছিলেন। আর এর রেশ দেখা গেছে সমাবেশ চলাকালেই, শীর্ষ পর্যায়ের নেতারা একে-অপরের সঙ্গে কথা বলছিলেন, ‘পারতপক্ষে কারা কারা সমাবেশের মতো প্রোগ্রামগুলোতে আসেন না’।


বিএনপির শীর্ষ পর্যায়ের এবং দলটির সঙ্গে রাজনৈতিকভাবে ঘনিষ্ঠ কয়েকজন নেতার সঙ্গে আলাপকালে জানা গেছে, কর্মসূচি কেন্দ্রিক এই পরিস্থিতির মূলে দলের নেতৃত্ব। দলের শীর্ষ পর্যায় থেকে খালেদা জিয়াকে কেন্দ্র করে কর্মসূচি দেওয়ার বিষয়টিতে ‘অনাগ্রহ’ থাকার কারণে এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে। বিএনপির হাইকমান্ড ‘গণ-অনশন বা বিক্ষোভ সমাবেশের’ মতো কর্মসূচিতে এখনই যেতে রাজি নয়। আর এই অনাগ্রহের বিষয়টি নিয়ে দলের নীতিনির্ধারণী পর্যায়ের নেতারাও পড়েছেন দোটানায়।  

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ঘটনা প্রবাহ

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us