আফগানদের শায়েস্তায় পশ্চিমারা খাদ্যসংকট চাপিয়ে দিয়েছে

প্রথম আলো প্রকাশিত: ২১ নভেম্বর ২০২১, ২০:২৯

শীত যতই ঘনিয়ে আসছে, আফগানদের খাদ্য নিয়ে দুশ্চিন্তা ততই বাড়ছে। হু হু করে আফগান শহরগুলোতে প্রয়োজনীয় খাদ্যপণ্যের দাম বাড়ছে। টাকা দিলেও খাদ্য মিলছে না অধিকাংশ সময়। সাধারণ মানুষের হাতে টাকাও নেই। যে যা পারছে, বিক্রি করে খাবার সংগ্রহের চেষ্টা করছে। অনেকের ধারণা ছিল, আফগানিস্তানের যুদ্ধ বুঝি শেষ। মার্কিন সৈন্য বাড়ি চলে গিয়েছে। তালেবানরা ফের আফগানিস্তান দখলে নিয়েছে। সবকিছু আগের মতোই চলবে।


তালেবানদের পুরো কর্তৃত্ব আফগানিস্তানে প্রতিষ্ঠিত হয়েছে এ কথা সত্য। শুরুর দিকে পানশিরের প্রয়াত নেতা আহমেদ শাহ মাসুদের ছেলের নেতৃত্বে কিছুটা প্রতিরোধ করা হলেও, পুরো আফগানিস্তানে এখন তালেবানদের নিরঙ্কুশ আধিপত্য স্থাপিত হয়েছে। কিন্তু কিছু কিছু বিষয় তালেবানদের হাতে নেই। এর মধ্যে অন্যতম, জনসাধারণের জন্য খাদ্যনিরাপত্তা নিশ্চিত করা। যুদ্ধবিধ্বস্ত অবকাঠামো তলানির শেষে এসে ঠেকে যাওয়া অর্থনীতির আফগানিস্তানে সবার জন্য খাদ্যদ্রব্যের সরবরাহ নিশ্চিত করা সহজ বিষয় না।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ঘটনা প্রবাহ

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us