মিয়ানমারের দুর্গম অঞ্চলের এক বৌদ্ধ মন্দিরে প্রার্থনায় অংশ নিতে যাওয়ার সময় পানিতে ডুবে অন্তত ১৫ জনের প্রাণহানি ঘটেছে। রোববার দেশটির দক্ষিণাঞ্চলের মন রাজ্যে এই দুর্ঘটনা ঘটেছে বলে স্থানীয় উদ্ধারকর্মীরা জানিয়েছেন।
মন রাজ্যের থানবুজায়াত শহরের উপকূল থেকে তিন কিলোমিটার দূরে ওই দুর্ঘটনা ঘটেছে। দেশটির হাজার হাজার তীর্থযাত্রী পাথুরে উপকূল পাড়ি দিয়ে কাইক নে প্যাগোডায় পৌঁছানোর চেষ্টার সময় অনেকে তলিয়ে যান।
স্থানীয় কর্মকর্তারা বলেছেন, মাত্র চার মিটার চওড়া রাস্তার দুর্গম নিশানা বুঝতে না পেরে অনেকে পাড়ি দেওয়ার চেষ্টা করেন। এ সময় তীব্র জোয়ার ছিল। ফলে বেশ কয়েকজন পানিতে ডুবে মারা যান।