দল থেকে বহিষ্কার করা হলেও জাহাঙ্গীর হোসেনের দলীয় মনোনয়ন ও প্রতীকে নির্বাচিত মেয়র পদ চলে যাওয়ার আশঙ্কা কম। দল থেকে বহিষ্কার হলে পদের ক্ষেত্রে কী হবে তার স্পষ্ট ব্যাখ্যাও নেই। মেয়র পদ থেকে বরখাস্ত করতে হলে তা স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইনের বিধানেই করতে হবে। এক্ষেত্রে বিদ্যমান আইনে নৈতিক স্খলনজনিত কারণ বা অসদাচরণের দায়ে তাকে অপসারণের সুযোগ রয়েছে।
তবে, যে অপরাধে শৃঙ্খলা ভঙ্গের দায়ে জাহাঙ্গীর দল থেকে বহিষ্কার রয়েছেন সেটা সিটি করপোরেশন আইনে নৈতিক স্খলন বিবেচিত হওয়ার সম্ভাবনা কম। আইনে নৈতিক স্খলনের বিষয়টি আদালতে প্রমাণ হতে হবে।