ফেরি সংকট এবং নদীর নাব্যের কারণে পাবনার কাজীরহাট-আরিচা নৌপথে আটকা পড়েছে তিন শতাধিক পণ্যবাহী ট্রাক। দুদিন ধরে যানবাহন পারাপার বন্ধ থাকায় এ পরিস্থিতি তৈরি হয়েছে। এর মধ্যেই আড়াই কিলোমিটার জুড়ে দেখা দিয়েছে প্রচণ্ড যানজট। এতে ওই ফেরিঘাটে পারাপারের জন্য আসা যানবাহনের শ্রমিক ও যাত্রীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। কাজিরহাট ফেরিঘাটের ব্যবস্থাপক মাহবুবুর রহমান এ তথ্য নিশ্চিত করে জানান, গত বুধবার থেকে চারটি ফেরির মধ্যে একটি ফেরি নষ্ট হওয়ায় এই জটের সৃষ্টি হয়েছে। ফেরিটি মেরামত হলে জট কমে আসতে পারে বলে জানান তিনি।