দেশের শিক্ষাব্যবস্থা যে সিলেবাস রয়েছে এর মধ্যে আরও ব্যাপক পরিবর্তন আনা প্রয়োজন বলে মনে করছেন শিক্ষাবিদেরা। তারা বলছেন, শিক্ষাকে বিশ্বমানের এবং দেশীয় সংস্কৃতিকে শিক্ষার সাথে সম্পৃক্ত করতে আগামীর শিক্ষা খাতে আর্থিক বিনিয়োগ বাড়াতে হবে। তাহলে আমাদের দেশের সংস্কৃতি, ইতিহাস-ঐতিহ্য সবকিছুর উন্নয়ন ঘটানো সম্ভব। এতে দেশের জ্ঞান-বিজ্ঞানে, বাণিজ্যে উন্নয়ন হবে।