জার্মানিতে করোনা মোকাবিলায় আরো পদক্ষেপ আসছে

ডয়েচ ভেল (জার্মানী) প্রকাশিত: ১৭ নভেম্বর ২০২১, ১৪:৩৪

বৃহস্পতিবার জার্মান সংসদে করোনা মোকাবিলায় প্রয়োজনীয় পদক্ষেপ অনুমোদিত হতে পারে৷ একই দিনে চ্যান্সেলর ম্যার্কেল ও রাজ্যের মুখ্যমন্ত্রীদের বৈঠক বসছে৷ বিশেষজ্ঞরা অবিলম্বে কড়া পদক্ষেপের ডাক দিচ্ছেন৷


জার্মানিতে বেড়ে চলা করোনা সংক্রমণ মোকাবিলায় কোনো কড়া পদক্ষেপের সম্ভাবনা কার্যত আর উড়িয়ে দেওয়া হচ্ছে না৷ প্রতি এক লাখ মানুষের মধ্যে সাপ্তাহিক গড় সংক্রমণের হার বুধবার প্রায় ৩২০ ছুঁয়েছে৷ দৈনিক সংক্রমণের হার এ দিন ৫২ হাজার পেরিয়ে গেছে৷ বিশেষ করে দেশের পূর্ব ও দক্ষিণ অঞ্চলের অবস্থা সবচেয়ে গুরুতর৷ পরিস্থিতির গুরুত্ব বুঝে অতীতের সংশয় ঝেড়ে ফেলে সম্ভাব্য নতুন সরকারের শরিক দলগুলি আরও জোরালো পদক্ষেপের উদ্যোগ নিচ্ছে৷ সেই লক্ষ্যে বৃহস্পতিবার সংসদে একগুচ্ছ প্রস্তাব পেশ করা হচ্ছে৷ সে দিনই নিম্নকক্ষের অনুমোদন পেলে শুক্রবার সংসদের উচ্চ কক্ষও আনুষ্ঠানিক ছাড়পত্র দিতে পারে৷ সে ক্ষেত্রে নতুন পদক্ষেপ দ্রুত কার্যকর করা হবে৷ বৃহস্পতিবারই বিদায়ী চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে করোনা পরিস্থিতি নিয়ে আলোচনা করছেন৷


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ঘটনা প্রবাহ

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us