জোটবদ্ধ নাকি যুগপৎ—এ প্রশ্ন এখন ঘুরপাক খাচ্ছে সরকারবিরোধী রাজনৈতিক দলগুলোতে। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দাবি মোতাবেক নির্বাচন আদায়ে বিএনপিকে কেন্দ্রে রেখে ঐক্যবদ্ধ হতে চাইছে ছোট ছোট রাজনৈতিক দলগুলো। আর এই চাওয়ায় যুক্ত হয়েছে নতুন হিসাব-নিকাশ। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে আসন ভাগাভাগির ‘জাতীয় ঐক্যের’ ফরমেশনে দলগুলোর আর আগ্রহ নেই।
তাদের চাওয়া—‘দাবি আদায়ের আন্দোলনে’ বিএনপির মৌলিক অবস্থান কী হবে, তা আগে পরিষ্কার হোক। বিরোধী রাজনৈতিক দলগুলোর মাঝে বৃহৎ রাজনৈতিক শক্তি হিসেবে বিএনপিকেই এই বিষয়টি স্পষ্ট করতে হবে বলে মনে করেন দলগুলোর নেতারা।
গত দেড় মাসে দেশের সরকারবিরোধী উল্লেখযোগ্য সংখ্যক রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বাংলা ট্রিবিউনের আলাপ হয়। প্রায় প্রতিটি দলের শীর্ষ নেতারাই বলছেন, নির্বাচনকেন্দ্রিক দেনা-পাওনার চেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে—রাষ্ট্র পরিচালনায় বিএনপির নতুনত্ব কী হবে।