নওগাঁ সদর উপজেলার ১২টির মধ্যে ৬টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থীরা হেরেছেন। এসব ইউপিতে দলের বিদ্রোহী ও স্বতন্ত্র প্রার্থীদের কাছে হেরেছেন আওয়ামী লীগের প্রার্থীরা। অথচ ২০১৬ সালে ইউপি নির্বাচনে সদর উপজেলার ১২টির মধ্যে ১১ ইউপিতেই আওয়ামী লীগের প্রার্থীরা জয় পেয়েছিলেন।
দ্বিতীয় দফায় গতকাল বৃহস্পতিবার নওগাঁ সদর উপজেলার ১২টি ইউপিতে নির্বাচন অনুষ্ঠিত হয়। ভোট গণনা শেষে রাতে বিজয়ী প্রার্থীদের নাম ঘোষণা করেন সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তারা। ভোট গ্রহণকালে কেন্দ্রের ভেতরে ও বাইরে সুষ্ঠু পরিবেশ ছিল। তবে ভোট গণনার সময় উপজেলার বর্ষাইল ইউনিয়নের একটি ভোটকেন্দ্রে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ হয়। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ গুলি ছুড়লে দুজন গুলিবিদ্ধ হন। এ ছাড়া আর কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। ভোটার উপস্থিতি ছিল বেশ ভালো। ভোট পড়েছে ৭৪ দশমিক ৫৬ শতাংশ।