সেগুনবাগিচা মাল্টিপারপাস কমপ্লেক্স। ৫ তলা ভবনটির প্রথম ২ তলায় কাঁচাবাজার, তৃতীয় তলায় ওয়ার্ড কাউন্সিলরের কার্যালয়। মাল্টিপারপাস কমপ্লেক্স ভবনটি মাল্টিপারপাস কাজে ব্যবহৃত হলেও, যে কারণে এটি নির্মিত হয়েছিল সেই কমিউনিটি সেন্টারটি আজও চালু হয়নি। ২০০৬ সালে প্রতিষ্ঠার পর থেকে গত ১৫ বছর ধরে অব্যবহৃত ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের আওতাধীন দ্বিতল এই কমিউনিটি সেন্টারটি।
গত ৩ নভেম্বর সিটি করপোরেশনের প্রধান সমাজকল্যাণ ও বস্তিউন্নয়ন কর্মকর্তা আকন্দ মোহাম্মদ ফয়সাল উদ্দিন দ্য ডেইলি স্টারকে বলেন, 'আমাদের প্রকৌশল বিভাগ এটি সংস্কারের কাজ হাতে নিয়েছে। আশা করছি, আগামী সপ্তাহ থেকে কমিউনিটি সেন্টারটির সংস্কার কাজ শুরু হবে।'এরপর পুরো একটি সপ্তাহ পেরিয়ে গেলেও কোনো কাজই শুরু হয়নি।