চলমান ইউনিয়ন পরিষদ নির্বাচনে তৃণমূল আওয়ামী লীগ নেতারা ক্ষমতায় যেতে বা চেয়ারম্যান পদে টিকে থাকতে কতটা মরিয়া সেটা প্রমান করে।
প্রায় অধিকাংশ ইউপিতে আওয়ামী লীগের তৃনমূল নেতারা দলীয় সিদ্ধান্ত এবং দলের সতর্কতা উপেক্ষা করে মনোনয়ন দাখিল করেছেন। প্রধান রাজনৈতিক দলগুলোর অনুপস্থিতিতে চলমান ইউনিয়ন পরিষদ নির্বাচনে তৃনমূল আওয়ামী লীগ নেতাদের এই ক্ষমতায় থাকার প্রতিযোগিতায় আওয়ামী লীগের প্রতিপক্ষ এখন আওয়ামী লীগ নিজেই।
আওয়ামী লীগের অভ্যন্তরে এ ধরনের তিক্ত দ্বন্দ্বের ফলে সাম্প্রতিক সময়গুলোতে সারাদেশে অসংখ্য সহিংসতার ঘটনা ঘটেছে। এছাড়াও, আওয়ামী লীগ চেয়ারম্যান মনোনীত প্রার্থী এবং দলের নেতারা তাদের নানা বক্তব্যের মধ্য দিয়ে ইঙ্গিত দিয়েছেন, যারা তাদের বিরুদ্ধে যাবে, তাদেরকে ভোটাধিকার প্রয়োগ করতে বাধা দেওয়া হবে।