বিশ্ববাজারে ডিজেলের দাম বেড়েছে, এটা বাস্তব সত্য। কিন্তু দেশের বাজারে দাম বাড়ানো হবে কি না, সেটা সরকারের নীতিগত সিদ্ধান্ত; বিশেষ করে জ্বালানি তেল যখন কৌশলগত পণ্য। এর দাম বাড়লে অন্য সব পণ্য ও সেবার দামের ওপর প্রভাব পড়ে। বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম গত কয়েক বছর কম ছিল। এর সুফল ভোক্তারা পাননি। বিশ্ববাজারের সঙ্গে তখন দাম সমন্বয় করা হয়নি।
ফলে গত ৭ বছরে ৪৩ হাজার ১৩৭ কোটি টাকা মুনাফা করেছে জ্বালানি তেল আমদানি ও বিপণনকারী রাষ্ট্রায়ত্ত সংস্থা বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)। এ মুনাফা থেকে ভাগ নিয়েছে সরকার। পাশাপাশি বিপিসির তহবিল থেকে দুই দফায় ১০ হাজার কোটি টাকা নিয়েছে অর্থ মন্ত্রণালয়। বর্তমানে একটা প্রবণতা হচ্ছে, রাষ্ট্রমালিকানাধীন সংস্থা থেকে লভ্যাংশ নিয়ে যায় সরকার।