করোনা টিকার পরীক্ষামূলক গবেষণায় অংশগ্রহণ করেও অনেকে সরকার অনুমোদিত শংসাপত্র পাননি। অথচ যাঁরা ওই টিকা নিয়েছেন তাঁরা সকলেই শংসাপত্র পেয়ে গিয়েছেন। ফলে নানা সমস্যায় পড়তে হচ্ছে পরীক্ষায় অংশ নেওয়া স্বেচ্ছাসেবকদের। কেন তাঁরা বঞ্চিত হলেন এবং কবে তাঁদের শংসাপত্র দেওয়া হবে? এই প্রশ্ন তুলে জনস্বার্থ মামলা দায়ের হল কলকাতা হাই কোর্টে। মামলাটি করেছেন কলকাতার এক বেসরকারি হাসপাতালের চিকিৎসক শুভ্রজ্যোতি ভৌমিক।