বাংলায় শিল্প আসছে। তবে সেই শিল্পের জন্য তাঁর সরকার জোর করে জমি অধিগ্রহণ করবে না। বিধানসভায় মঙ্গলবার এমনটাই জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
এই প্রসঙ্গে তিনি ঘোষণা করেন, ডেওচা পাচামি প্রকল্প নিয়ে মমতার সরকার কোনও জেদাজেদিতে যাবে না, বরং সকলে আস্থা অর্জন করেই শিল্প স্থাপনে উদ্যোগী হবে। মঙ্গলবার বিধানসভায় রাজ্যে শিল্প স্থাপন নিয়ে বক্তৃতায় মমতা টেনে আনেন বামফ্রন্ট সরকারের আমলে ঘটে যাওয়া সিঙ্গুর প্রসঙ্গ। মমতা বলেন, ‘‘এখানে সিঙ্গুরের মতো জেদাজেদি হবে না। সকলের আস্থা অর্জন করেই শিল্প স্থাপনের কাজ হবে। রাজ্য সরকার পুনর্বাসনের প্যাকেজ ঘোষণা করেছে তারপর কারও কোনও বক্তব্য থাকলে তা শোনা হবে। এখানে কোনও ইগোর ব্যাপার নেই। প্রকল্প রূপায়িত হলে বিদ্যুতের দাম কমে যাবে। রাজ্যের মানুষের সুবিধা হবে।’’