শরীয়তপুরের জাজিরা উপজেলার পশ্চিম নাওডোবা বাজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল রোববার রাত সাড়ে ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এ সময় আগুনে পশ্চিম নাওডোবা বাজারের সাতটি দোকান ও একটি কিল্ডার গার্টেন স্কুলঘর পুড়ে গেছে।
স্থানীয়দের বরাত দিয়ে শরীয়তপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মো. সেলিম মিয়া বলেন, ‘গতকাল রাতে পশ্চিম নাওডোবা বাজারের একটি মিষ্টির দোকানে আগুন জ্বলতে দেখে দারোয়ান চিৎকার করেন।