সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পরেন্দ্র দাস (৩৬) নামে দুবাইফেরত এক প্রবাসীর কাছ থেকে সাড়ে তিন কোটি টাকা মূল্যের স্বর্ণ উদ্ধার করা হয়েছে। সোমবার (৮ নভেম্বর) সকালে ওই প্রবাসীর কাছ থেকে ৬ কেজি ১৪৮ গ্রাম ওজনের স্বর্ণ উদ্ধার করে কাস্টমস কর্তৃপক্ষ। দুটি জুসার মেশিনের ভেতরে অভিনব কৌশলে নিয়ে আসা স্বর্ণের ৩৮ পিস বিস্কিট ও একটি চাকতি ছিল।
আটক পরেন্দ্র দাস মৌলভীবাজার সদর থানার আটঘর নাজিরাবাদ গ্রামের বাসিন্দা। তিনি ১২ বছর থেকে দুবাই আছেন। তিনি সকাল ৮টার দিকে বাংলাদেশ বিমানের বিজি-২৪৮ ফ্লাইটে করে সিলেট বিমানবন্দরে এসে পৌঁছান। তার পাসপোর্ট নম্বর বিডব্লিউ-০৪৬১২৫৫।