উন্নয়নশীল দেশগুলোর জোট ডি-৮ কমিশনের ৪৪তম অধিবেশন অনুষ্ঠিত হবে। ডি-৮-এর বর্তমান চেয়ারম্যান হিসেবে অধিবেশন আয়োজনের জন্য প্রস্তুত ঢাকা।দুই দিনব্যাপী ডি-৮ সোমবার (৮ নভেম্বর) এ অধিবেশন শুরু হবে। রোববার (৭ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, ডি-৮ কমিশনের ৪৪তম অধিবেশন আগামী ৮ ও ৯ নভেম্বর পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব রাষ্ট্রদূত শাব্বির আহমদ চৌধুরী (পশ্চিম ও আইসিটি) এ অধিবেশনের উদ্বোধন করবেন। ডি-৮ কমিশনার ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক ওয়াহিদা আহমেদ (আন্তর্জাতিক সংস্থা) সভায় সভাপতিত্ব করবেন। এতে ডি-৮ সেক্রেটারি জেনারেল কু জাফর বিন কু শারি এবং সংস্থার কমিশনাররা অংশগ্রহণ করবেন।