‘যার হারানোর কিছু নেই, তার আবার কিসের ভয়’-এই বিশ্বকাপে স্কটল্যান্ডের অবস্থাও হয়েছে এমন। চার ম্যাচের চারটিতে হেরে এরই মধ্যে সেমির রেস থেকে ছিটকে গেছে স্কটল্যান্ড। তারপরও আজ শারজায় পাকিস্তানের বিপক্ষে নিজেদের শেষ ম্যাচটি স্কটিশ পেসার সাফিয়ান শরিফের কাছে বিশেষ মাইনে রাখছে।