পুরো ভারত এখন অঘটনের আশায়। দেশটির কোটি কোটি ক্রিকেটপ্রেমী আজ রোববার আফগানিস্তানের সমর্থক। মোহম্মদ নবি, রশিদ খানরা নিউজিল্যান্ডকে হারালেই একমাত্র টি টুয়েন্টি বিশ্বকাপের শেষ চারে যাওয়ার আশা টিকে থাকবে ভারতের। কার্যত ‘কোয়ার্টার ফাইনাল’ ম্যাচে কিউয়িদের জয় মানেই ভারতীয় দলের বিদায়। সুপার ১২ থেকেই ছিটকে যেতে হবে বিরাট কোহলিদের। অন্যদিকে, আফগানরা জিতলে সেমি-ফাইনালের সম্ভাবনা উজ্জ্বল হবে ভারতের।