বাংলাদেশে পুলিশ বলছে, সিলেটের কানাইঘাটের ডোনা সীমান্তের নো ম্যান্স ল্যান্ডে দু'জন বাংলাদেশির লাশ পড়ে আছে। পুলিশ বলছে, বিএসএফের গুলিতে ওই দু'জন নিহত হয়েছেন। কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তাজুল ইসলাম বিবিসিকে বলেছেন, লাশ দু'টি এখনো নো ম্যান্স ল্যান্ডেই আছে, এখনো পরিবারের কাছে হস্তান্তর করা হয়নি।
তিনি বলেছেন, রাতে সীমান্তে বিএসএফের গুলিতে তিনজন গুলিবিদ্ধ হয়। এদের মধ্যে একজন আহত অবস্থায় বাড়ি ফিরে এসেছেন। বাকি দু'জন নো ম্যান্স ল্যান্ডে মারা গেছেন।