তিস্তায় অকাল বন্যার তিন মাত্রা

সমকাল প্রকাশিত: ০৩ নভেম্বর ২০২১, ০৮:৫৪

অখণ্ড বাংলায় হেমন্ত হলো ফসল তোলার ঋতু। কবি সুফিয়া কামাল লিখেছেন- 'এই তো হেমন্ত দিন, দিল নব ফসল সম্ভার/অঙ্গনে অঙ্গনে ভরি, এই রূপ আমার বাংলার।' হেমন্তের ফসল প্রাকৃতিক দুর্যোগ থেকেও নিরাপদ। গঙ্গা-যমুনা অববাহিকায় যে ঝড় ও বন্যা ফসল খেয়ে যায়, হেমন্ত তা থেকে বহুলাংশে মুক্ত। বর্ষার প্রমত্ত নদী শরতে এসে শান্ত হতে থাকে এবং হেমন্তে একেবারে স্থির হয়ে যায়। কিন্তু তিস্তা অববাহিকার পাঁচ জেলা- নীলফামারী, লালমনিরহাট, রংপুর, কুড়িগ্রাম ও গাইবান্ধায় কার্তিকের প্রথম সপ্তাহে এক প্রলয়ঙ্করী বন্যা এসে যেভাবে হেমন্তের ফসল খেয়ে গেল, তা বহু বছর দেখা যায়নি।


বর্ষা ও শরতের মৌসুমি বন্যার সময় পার করে তিস্তার চরে চরে কৃষক আবার আমন ধান বুনেছিল। সেই ধান কেবল সোনালি রং ধারণ করেছিল। বালু ও দোআঁশ মাটির চরাঞ্চলে এটাই প্রধান ফসল। সাম্প্রতিক সময়ে সেখানে যোগ হয়েছে মিষ্টিকুমড়া, বাদাম ও আলু। কোথাও কোথাও শীতের আগাম সবজি। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us