তা হলে গণতন্ত্রের এখনও কিছু আশা আছে? প্রবল চাপের মুখে সকলেই নুয়ে পড়বেন, শাসক দলের এমন ইচ্ছা থাকলেও তা পুরোটা করা গেল না?
পেগাসাস-কাণ্ডে সুপ্রিম কোর্টের সাম্প্রতিক মন্তব্য ও নির্দেশ এমন একটা আশ্বাস ফিরিয়ে আনল। সাধারণ মানুষের হয়ে দেশের সুপ্রিম কোর্ট রাষ্ট্রশক্তির চোখে চোখ রেখে বলতে পারল, যত ক্ষমতাধর রাষ্ট্রই তুমি হও না কেন, বিচারব্যবস্থা বলে একটা শক্তি এখনও এই দেশে অস্তিত্বশীল।