উপমহাদেশ স্বাধীন হয়ে ১৯৪৭ সালে অনেকগুলো সীমান্ত হয়েছে। কিন্তু ধর্মীয় টান ও টানাপোড়েন আলাদা করা যায়নি। সম্ভব নয় সেটা। বাংলাদেশ, পাকিস্তান, ভারত, নেপাল, শ্রীলঙ্কা—সর্বত্র ছড়িয়ে–ছিটিয়ে আছে বিপুলসংখ্যক হিন্দু, মুসলমান, বৌদ্ধ ও খ্রিষ্টান সম্প্রদায়। ফলে বাংলাদেশের প্রধানমন্ত্রী যখন শঙ্কা প্রকাশ করেন উপমহাদেশের এক দেশে সাম্প্রদায়িক অন্যায় অপর দেশে প্রতিক্রিয়া তৈরি করতে পারে, তখন তিনি রূঢ় এক বাস্তব সত্য তুলে ধরেন। রাজনীতিবিদ হিসেবে এই সত্য উচ্চারণের মধ্য দিয়ে তিনি উপমহাদেশে সাম্প্রদায়িক সংকট মোকাবিলার যথার্থ পথও দেখান। কুমিল্লা ও ত্রিপুরা আমাদের সেই বাস্তবতার কথাই জানায়।