সংবাদপত্রের আজ এক গুরুত্বপূর্ণ সংবাদ যা বাংলাদেশের ফেরি দুর্ঘটনা, করোনা পরিস্থিতি, রোহিঙ্গা শিবিরে হত্যাকাণ্ড এবং ইউনিয়ন পরিষদে নির্বাচনী দাঙ্গায় নিহতের চাইতে বেশি গুরুত্বপূর্ণ। সংবাদটি হচ্ছে- ফেসবুকের করপোরেট নাম এখন 'মেটা'। নাম পরিবর্তনে কি বাংলাদেশের রামুতে বুদ্ধমূর্তি রক্ষা পাবে? কিংবা পীরগঞ্জের পূজামণ্ডপ ভাঙার হাত থেকে মানুষ রক্ষা পাবে? মার্ক জাকারবার্গ কি জেনেছেন- বাংলাদেশের পূজামণ্ডপে সাম্প্রতিককালে কী সব ঘটেছে, কত মানুষ গৃহহীন হয়েছে; সেই সঙ্গে ডিজিটাল নিরাপত্তা আইনে পৃথিবীর দেশে দেশে কত নিরপরাধ মানুষ জেল খাটছে?
পৃথিবীকে মার্ক জাকারবার্গ দুটি ভাগে বিভক্ত করে দিয়েছেন। একটি ভার্চুয়াল পৃথিবী, আরেকটি বাস্তবের পৃথিবী। এক সময় জানতাম, পৃথিবী দু'ভাগে বিভক্ত- শোষক ও শোষিত। এখন ভার্চুয়ালের অলীক পৃথিবী আর বাস্তবের নিত্য নিষ্ঠুরতার পৃথিবী।