৭ শিক্ষার্থীর চুল কেটে দেয়া সেই শিক্ষক চেয়ারম্যান প্রার্থী

মানবজমিন প্রকাশিত: ২৯ অক্টোবর ২০২১, ০০:০০

লক্ষ্মীপুরের রায়পুরে ৭ মাদ্রাসা ছাত্রের চুল কেটে দেয়া সেই মাদ্রাসা শিক্ষক মঞ্জুরুল কবির জামিনে বের হয়ে চেয়ারম্যান পদে নির্বাচনী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। তৃতীয় ধাপের ইউপি নির্বাচনে তিনি রায়পুর উপজেলার বামনী ইউনিয়নের চেয়ারম্যান পদে প্রার্থী হতে যাচ্ছেন। মঞ্জুরুল কবির বামনী ইউনিয়নের জামায়াতের আমীর এবং হামছাদী কাজির দীঘিরপাড় আলিম মাদ্রাসার সহকারী শিক্ষক। এবার চেয়ারম্যান প্রার্থী হয়ে আবারো আলোচনায় শিক্ষক মঞ্জুরুল কবির। জানা গেছে,  বুধবার বিকালে মঞ্জুরুল কবিরের পক্ষে স্থানীয় ৮/১০ জন জামায়াত নেতা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন। আগামী ২৮শে নভেম্বর ওই ইউপিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। সেখানে আওয়ামী লীগ দলীয় প্রার্থী হিসেবে মনোনয়ন দেয়া হয়েছে বর্তমান ইউপি চেয়ারম্যান তাফাজ্জল হোসেনকে। রিটার্নিং কর্মকর্তা কে এম মোস্তাক আহমেদ সন্ধ্যায় জানান, কয়েকজন ব্যক্তি এসে মঞ্জুরুল কবির নামে এক প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ করেন। তিনি বামনী ইউনিয়নের চেয়ারম্যান পদে মনোনয়ন সংগ্রহ করেছেন। এদিকে, সোমবার সন্ধ্যায় তিনি জেলা কারাগার থেকে জামিনে মুক্তি পান। এ সময় তাকে ফুল দিয়ে বরণ করে নেন জামায়াত-শিবিরের নেতাকর্মীরা। মঙ্গলবার  ফেসবুকে এক ভিডিও বার্তা দেন তিনি। এতে ইউপি নির্বাচনে অংশগ্রহণের কথা জানান এবং চুল কাটা ও জেলে যাওয়ার ঘটনাকে নির্বাচনকেন্দ্রিক ষড়যন্ত্র হিসেবে দাবি করেন। তবে এতে কারও নাম তিনি উল্লেখ করেননি। ৮ মিনিট ১৯ সেকেন্ডের ভিডিও বার্তার এক পর্যায়ে তিনি বলেন, ‘শিক্ষকরা স্বাধীনভাবে এখন আর পাঠদান করাতে পারছে না।’
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us