এগারো শতকের মাঝ পর্বের কথা। পাল রাজাদের সৈন্য বাহিনীতে নিয়োগ পেয়েছিল দাক্ষিণাত্যের কর্নাট থেকে আসা ব্রাহ্মণ সেন বংশীয়রা। প্রায় চারশ বছর শাসন করা পাল রাজবংশের তখন ক্ষয়িষ্ণু দশা। সেন সামরিক কর্মকর্তারা পাল রাজাদের দুর্বলতার সুযোগে বাংলায় সামরিক অভ্যুত্থান ঘটায়।