বাংলাদেশ ধান উত্পাদনে বিশ্বের তৃতীয় দেশ হলেও গত কয়েক বছর ধরেই খাদ্য আমদানি-নির্ভরতা বাড়ছে এবং এক দশক আগেও বাংলাদেশের আমদানি-নির্ভরতার হার ছিল এক অঙ্কের ঘরে। কিন্তু ছয় বছর ধরে তা দুই অঙ্করে ঘরে রয়েছে এবং ২০১৭-১৮ অর্থবছরে এই নির্ভরতা সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায়, বিশেষত হাওর অঞ্চলে বোরো ধান বন্যায় নষ্ট হওয়ার কারণে। সরকারি মজুত হ্রাস ও বাজার অস্থিতিশীল হয়ে ওঠার কারণে গত অর্থবছরের কয়েক মাসের মধ্যে বেসরকারি পর্যায়ে আমদানি বাড়াতে শুল্কছাড় সুবিধা দেওয়ার সুবাদে দেশে শুধু চালেরই আমদানি বেড়ে দাঁড়ায় ১৩ লাখ টনে। সব মিলিয়ে গত অর্থবছরে দেশে মোট খাদ্যশস্য আমদানির পরিমাণ দাঁড়ায় ৬৬ লাখ ৫৬ হাজার টনে।