শিক্ষাক্ষেত্রে ব্লেন্ডেড পদ্ধতিকে আমাদের কেন অগ্রাধিকার দেয়া উচিত

জনকণ্ঠ ড. মো. আকতারুজ্জামান প্রকাশিত: ২৭ অক্টোবর ২০২১, ১৪:৫১

শিক্ষা মূলত তিনটি আন্তঃসম্পর্কিত উপাদান নিয়ে গঠিত- টিচিং (শিক্ষণ), লার্নিং (শিক্ষণ) এবং এ্যাসেসমেন্ট (মূল্যায়ন)। শিক্ষার এই উপাদানগুলোর প্রতিটি প্রতিফলিত হলে সেটিকে আমরা ব্লেন্ডেড লার্নিং বলতে পারি। মানব সৃষ্টির শুরু থেকে আমরা প্রচলিত ফেস-টু-ফেস (অনসাইট) শিক্ষায় অভ্যস্ত, যা পরবর্তীতে আইসিটি টুলসের মাধ্যমে আরও উন্নত হয়েছে। যেমন মাল্টিমিডিয়া প্রজেক্টরসহ একটি শ্রেণীকক্ষে পাঠদান। অন্যদিকে অনলাইন লার্নিং হলো এমন শিক্ষা যা ইন্টারনেটে এবং দূরশিক্ষণের মাধ্যমে হয়, প্রচলিত ক্লাসরুমে হয় না। উদাহরণস্বরূপ বলা যায়, লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম (এলএমএস) দিয়ে জুম বা মিট ভিডিও কনফারেন্সিং ব্যবহার করে ক্লাস পরিচালনা করা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us