ফেসবুক লাইভ কত মারাত্মক, তা বুঝেছে পীরগঞ্জ। সেখানকার মাঝিপাড়ার হিন্দুদের বাড়িঘরে যে আগুন দেওয়া হয়, যে ঘৃণা জাগানো হয়, তার মাধ্যম ছিল ফেসবুক। ঘটনার পরপরই এই লেখক পীরগঞ্জের উপদ্রুত গ্রামে যান। সেখান থেকে পাওয়া দুজনের দুটি ফেসবুক লাইভ এখন হাতে রয়েছে। কীভাবে একটি গ্রামের ঘটনা একটি উপজেলাকে জড়িত করে, কীভাবে আঞ্চলিক দৃশ্য জাতীয় চালচিত্র করে তোলা হয়, ভিডিও দুটি থেকে তা বোঝা সম্ভব। দুটি ভিডিওই লাইভ বা সরাসরি প্রচারিত হয়। শেয়ার হতে হতে দ্রুত তা অনেক মানুষের চোখে হিংসার আগুন জ্বালিয়ে দেয়, অনেককে আবার তাড়িত করে মানুষের পাশে দাঁড়াতে।