বয়স যত বাড়তে থাকে মুখে বলিরেখার পরিমাণ স্বভাবতই বাড়তে শুরু করে। অন্তত এমনটাই স্বাভাবিক। কিন্তু কম বয়সেও অনেকের মুখে বলিরেখা দেখা দিতে শুরু করে। অনেকে বিভিন্ন পদ্ধতিতে বলিরেখা কমানোর বা আটকানোর চেষ্টা করে। কিন্তু অনেকে জানেনা কি কারণে তাদের মুখে বলিরেখা কেন আসতে শুরু করে। অদ্ভুত সময়ে বলিরেখা আসার কারণটাও বেশ অদ্ভুত। আপনার বালিশের কারণে মুখে বলিরেখা দেখা দিতে পারে।