দৃষ্টি প্রতিবন্ধীদের পথে চলাচলে সহজ করতে সাদাছড়িকে ডিজিটাল প্রযুক্তিসম্পন্ন সাদাছড়িতে রূপান্তরের জন্য প্রয়োজনীয় গবেষণা ও উন্নয়ন কাজের প্রতিশ্রুতি দিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার।
শনিবার (২৩ অক্টোবর) বিশ্ব সাদাছড়ি প্রতিরক্ষা দিবস উপলক্ষে ঢাকা রিপোর্টার্স ইউনিটির মিলনায়তনে আলোচনা সভা ও সাদাছড়ি বিতরণ অনুষ্ঠানে তিনি এ প্রতিশ্রুতি দেন।
ভিজুয়ালি ইম্পেয়ার্ড পিপলস সোসাইটি আয়োজিত এ অনুষ্ঠানে অনলাইনে যুক্ত থেকে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, প্রতিবন্ধীসহ সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে সমাজের মূল স্রোতধারায় সম্পৃক্ত করতে হবে। ডিজিটাল বাংলাদেশ প্রতিষ্ঠার মাধ্যমে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা প্রতিষ্ঠায় এই জনগোষ্ঠীর কল্যাণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অত্যন্ত সহানুভূতিশীল।