সৈয়দ আবুল মকসুদ ছিলেন দেশের বরেণ্য লেখক ও গবেষক। সাংবাদিকতার মাধ্যমেই তার পেশাগত জীবন শুরু। এ পেশা তাকে খ্যাতি দিয়েছিল। তবে সাংবাদিকতায় তিনি আটকে থাকেননি। তিনি মননশীল প্রবন্ধ ও গবেষণায় মনোনিবেশ করেন। এ ক্ষেত্রে তিনি স্বমহিমায় সমুজ্জ্বল।
সৈয়দ আবুল মকসুদ অতীতে চোখ মেলেছেন। লেখালেখিতে অতীতের সঙ্গে বর্তমানের মেলবন্ধনে সচেষ্ট থেকেছেন। আমাদের ইতিহাস-ঐতিহ্য, মনীষীদের জীবন ও কর্ম নিয়ে প্রচুর গবেষণা করেছেন। পূর্ববঙ্গে রবীন্দ্রনাথ, হরিশ্চন্দ্র মিত্র, ঢাকার বুদ্ধদেব বসু, সৈয়দ ওয়ালীউল্লাহর জীবন ও সাহিত্য, নবাব সলিমুল্লাহ ও তার সময় প্রভৃতি সৈয়দ আবুল মকসুদের অনন্য সৃষ্টি। তবে তার বড় কাজ মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর জীবনগ্রন্থ।