দেশের সংবিধানে আছে, নাগরিকের কোনো বৈশিষ্ট্যের কারণে অধিকার ও সেবায় তার প্রতি বৈষম্য করা যাবে না। এই নির্দেশনা অনুযায়ী, প্রান্তিক জনগোষ্ঠীর প্রতি বৈষম্যমূলক আচরণ সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক। কিন্তু দেখা যাচ্ছে, দেশে ঘটছে এমনটাই। প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সরকার কিছু ইতিবাচক পদক্ষেপ নিলেও এসব সেবায় তাদের অন্তর্ভুক্তিতে বাধা ও বৈষম্য রয়েছে। জবাবদিহিতার ঘাটতিও রয়েছে সমভাবে।