আমরা লজ্জিত! এই কথাটা ভাঙা প্রতিমা, পুড়ে যাওয়া ঘরবাড়ি, লুট হয়ে যাওয়া দোকানপাটের সামনে নির্বাক চোখে তাকিয়ে থাকা, নিহতদের স্বজন কিংবা আহত লাঞ্ছিত মানুষের মনে কি কোনো আলোড়ন তোলে? আপনারা ভয় পাবেন না এই কথাটা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা যত উচ্চকণ্ঠে বলুন না কেন, তা কি নিপীড়িত মানুষের মনে ভরসা জাগায়? সাম্প্রদায়িক সম্প্রীতি এই কথাটা সম্ভবত ইদানীং বহুল উচ্চারিত একটি শব্দ, যার উপস্থিতি বাস্তবে নেই। অনেকেই বলতে ভালোবাসেন বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। বাস্তবে যা পরিণত হয়েছে হিন্দু বৌদ্ধ ধর্ম বিশ্বাসীদের জন্য শঙ্কার দেশ।