রাজধানীর বাড্ডা লিংক রোডে তেলের পাম্পের সামনে রাস্তা পার হবেন এক নারী। চলন্ত গাড়ি থামিয়ে অর্ধেক রাস্তা পার হয়ে দাঁড়িয়ে আছেন সড়ক বিভাজনের ওপর। আরেক পাশ থেকে অনবরত গাড়ি আসার কারণে বাকি রাস্তা পার হতে পারছেন না তিনি। বারবার চেষ্টা করেও গাড়ি এসে পড়লে আবার পেছনে চলে যান। অবশেষে অন্যের সহায়তায় চলন্ত গাড়ি হাতের ইশারায় থামিয়ে ঝুঁকি নিয়েই পার হতে হয় তাকে।
ব্যস্ততম এ সড়কের প্রতি মুহূর্তের দৃশ্য এটি। প্রতিনিয়ত এভাবেই ঝুঁকি নিয়ে পার হচ্ছেন পথচারীরা। বেশকিছু সময় অপেক্ষা করেও রাস্তা ফাঁকা না পাওয়ায় চলন্ত গাড়ি হাতের ইশারায় থামিয়ে ঝুঁকি নিয়ে পার হতে বাধ্য হচ্ছেন তারা। এলাকাবাসী ও নিয়মিত যাতায়াতকারী পথচারীরা বলছেন, একটা ফুটওভার ব্রিজ না থাকায় প্রতিনিয়ত ঝুঁকি নিতে হচ্ছে। জীবন হাতে নিয়ে রাস্তা পারাপারই যেন বাড্ডাবাসীর নিয়তি হয়ে দাঁড়িয়েছে।