বাংলাদেশ সরকারের ভাবমূর্তিতে কালি লেপার জন্যই অশান্তি বাধানো হচ্ছে। বিষয়টি পূর্ব পরিকল্পিত বলেই জানাচ্ছে ঢাকা। সে দেশের বিদেশ মন্ত্রক সূত্রে বলা হয়েছে, ‘এই পরিস্থিতিতে শেখ হাসিনা সরকার আবার মনে করিয়ে দিতে চাইছে, সাম্প্রদায়িক সম্প্রীতি এবং শান্তিপূর্ণ সহাবস্থান বাংলাদেশের ঘরোয়া নীতির মূল স্তম্ভ। সরকার উদ্বেগের সঙ্গে নজর করছে, কায়েমি স্বার্থের গোষ্ঠী ক্ষুদ্র রাজনৈতিক স্বার্থের বশবর্তী হয়ে এই ধরনের পূর্ব পরিকল্পিত হামলা ঘটিয়েছে। এটা অত্যন্ত নিন্দাজনক যে পঞ্চাশ বছর আগে যে সব স্থানীয় গোষ্ঠী বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করেছিল, তারা এখনও বিষাক্ত বার্তা ছড়িয়ে যাচ্ছে, যাতে ঘৃণা, হিংসা বাড়ে।’ ঢাকা নয়াদিল্লিকে জানিয়েছে, দু’দেশের মানুষের মধ্যে আস্থা ও প্রীতির সম্পর্ক নষ্ট হলে জয়ী হবে সেই মৌলবাদীরাই, যারা হাসিনা সরকারকে যে কোনও মূল্যে ক্ষমতাচ্যুত করতে চায়।