পায়রা সেতুর টোল ফেরি ভাড়ার তুলনায় ৩ থেকে ৭ গুণ বেশি

ডেইলি স্টার প্রকাশিত: ২১ অক্টোবর ২০২১, ১০:৩৯

পটুয়াখালী-বরিশাল মহাসড়কের লেবুখালী এলাকায় পায়রা নদীর ওপর নির্মিত ৪ লেন বিশিষ্ট সেতুতে ফেরির ভাড়ার চেয়ে ৩ থেকে ৭ গুণ বেশি টোল নির্ধারণ করা হয়েছে। এতে পরিবহন ব্যবসায়ীদের পাশাপাশি সাধারণ জনগণও ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন।


প্রায় ১ হাজার ৪৪৭ কোটি টাকা ব্যয়ে পটুয়াখালীর লেবুখালী এলাকায় পায়রা নদীর ওপর পায়রা সেতু আগামী ২৪ অক্টোবর যানবাহনের জন্যে খুলে দেওয়া হবে। ২০১৬ সালের ২৪ জুলাই এর নির্মাণ কাজ শুরু হয়েছিল। ২০১৩ সালের ১৯ মার্চ প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর ভিত্তিপ্রস্তর করেছিলেন।


১ দশমিক ৪৭ কিলোমিটার দৈর্ঘ্য ও ১৯ দশমিক ৭৬ মিটার প্রস্থ সেতুর উভয়পাড়ে প্রায় ৭ কিলোমিটার অ্যাপ্রোচ সড়ক রয়েছে। নদী শাসনের কাজও প্রায় ৯০ ভাগ শেষ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে এটি উদ্বোধন করবেন। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us