রংপুরের পীরগঞ্জ উপজেলার রামনাথপুর ইউনিয়নের ৩টি গ্রামে হামলা, অগ্নি সংযোগ ও লুটপাটের শিকার হিন্দু ধর্মাবলম্বীদের আতঙ্ক এখনও কাটেনি। ঘটনার পর সেখানে প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে আক্রান্তদের খাদ্য সহায়তা দেওয়ার পাশাপাশি আনুষঙ্গিক বিষয়গুলো দেখভাল করা হচ্ছে। তারপরেও অনিশ্চিত ভবিষ্যতের কথা ভেবে উদ্বিগ্ন হয়ে পড়েছেন জেলেপল্লীর বাসিন্দারা। বলছেন, পুলিশ চলে গেলে তাদের কি হবে? এদিকে আজ মঙ্গলবার বাঙালি হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব লক্ষ্মীপূজা।