ফেনীতে লরিচাপায় সহিদ উদ্দিন পিয়াস (৩২) নামের এক যুবক নিহত হয়েছেন। সোমবার (১৮ অক্টোবর) সন্ধ্যায় শহরতলীর দেওয়ানগঞ্জ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।পিয়াস ফেনী সদর উপজেলার শর্শদি ইউনিয়নের আবুপুর গ্রামের মাইন উদ্দিন বেলু মেম্বারের ছেলে। তিনি দেবীপুর সোলতানিয়া মাদরাসার শিক্ষক।
পুলিশ ও স্থানীয়রা জানান, মোটরসাইকেলে করে সন্ধ্যায় শহরে আসছিলেন পিয়াস। তিনি দেওয়ানগঞ্জ এলাকায় পৌঁছালে পল্লী বিদ্যুতের খাম্বা বহনের কাজে ব্যবহৃত একটি লরি তাকে চাপা দেয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।