করোনা টিকা অ্যাস্ট্রাজেনেকা ও মডার্নার মিশ্র ডোজ এই রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা সর্বোচ্চ পরিমাণে হ্রাস করে। ইউরোপভিত্তিক চিকিৎসা সাময়িকী ল্যানসেটে সম্প্রতি প্রকাশিত এক গবেষণা প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
চলতি ফেব্রুয়ারি-মার্চে ইউরোপে অ্যাস্ট্রাজেনেকা টিকার দুই ডোজ সম্পূর্ণ করার পর কয়েকজন রক্ত জমাট বেঁধে যাওয়া সমস্যায় আক্রান্ত হন। তারপর ইউরোপের অনেক দেশের মতো সুইডেনও টিকাদান কর্মসূচিতে অ্যাস্ট্রাজেনেকার ব্যবহার স্থগিতের ঘোষণা দেয়।