জনবলসংকট দ্রুত মেটান

প্রথম আলো প্রকাশিত: ১৭ অক্টোবর ২০২১, ১৭:০৫

করোনা পরিস্থিতির কারণে আমাদের স্বাস্থ্যব্যবস্থার রুগ্‌ণ অবস্থা বেরিয়ে পড়ে। রাজধানী ও বিভাগীয় শহরের বাইরে বেহাল স্বাস্থ্যসেবা নিয়ে সংসদ অধিবেশনেও কম সমালোচনা হয়নি। তারই পরিপ্রেক্ষিতে চিকিৎসক, নার্সসহ বিপুলসংখ্যক জনবল নিয়োগের কথা জানিয়েছিলেন স্বাস্থ্যমন্ত্রী। কিন্তু সেই জনবল কি ঠিকঠাক চাহিদা পূরণের সক্ষমতা রাখতে পেরেছে বা পারছে? অনেক জায়গা নিশ্চয়ই নয়। যার কারণে টাঙ্গাইলের সখীপুর উপজেলা সদরের একটি উপস্বাস্থ্য কেন্দ্র চলছে কোনো চিকিৎসক ছাড়াই। শুধু তাই নয়, একজন ফার্মাসিস্ট একাই পাঁচজনের দায়িত্ব পালন করে যাচ্ছেন সেখানে।


প্রথম আলোর প্রতিবেদন জানাচ্ছে, সখীপুর সদর উপস্বাস্থ্য কেন্দ্রে পাঁচটি পদের চারটিই শূন্য। পদগুলো হচ্ছে চিকিৎসা কর্মকর্তা, উপসহকারী কমিউনিটি চিকিৎসা কর্মকর্তা, মিডওয়াইফ, ফার্মাসিস্ট ও অফিস সহায়ক। পাঁচটি পদ থাকলেও আড়াই বছর ধরে একাই পাঁচজনের দায়িত্ব পালন করছেন ফার্মাসিস্ট সাইফুল আলম। প্রতিদিন স্বাস্থ্যকেন্দ্রের দরজার তালা খোলা, ঘর ঝাড়ু দেওয়া থেকে শুরু করে রোগী দেখা পর্যন্ত সবই করেন তিনি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ঘটনা প্রবাহ

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us