আওয়ামী লীগ সরকারের অধীনে আর কোনো নির্বাচনে যাবে না বিএনপি

মানবজমিন প্রকাশিত: ১৭ অক্টোবর ২০২১, ০০:০০

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, অবৈধ আওয়ামী লীগ সরকারের অধীনে আর কোনো নির্বাচনে যাবে না বিএনপি। আমরা আর আওয়ামী লীগের অধীনে কোনো নির্বাচনের ফাঁদে পা দিচ্ছি না। আন্দোলন- সংগ্রামের মাধ্যমে আমরা আমাদের দাবি আদায় করে ছাড়বো।শনিবার (১৬ই অক্টোবর) বিকালে নগরীর কাজীর দেউড়ীস্থ একটি কমিউনিটি সেন্টারে চট্টগ্রাম মহানগর বিএনপি’র কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মির্জ ফখরুল বলেন, জনগণের গনতান্ত্রিক অধিকার আদায়ের আন্দোলনকে ভিন্নদিকে মোড় ঘুরানোর জন্য সরকার পরিকল্পিতভাবে কুমিল্লার ঘটনাকে কেন্দ্র করে চাঁদপুর, নোয়াখালী চট্টগ্রামসহ বিভিন্ন স্থানে সামপ্রদায়িক ঘটনা ঘটাচ্ছে তাদের এজেন্সির মাধ্যমে। আবার এসব ঘটনায় নিরীহ মানুষের নামে মিথ্যা মামলা, গ্রেপ্তার করে হয়রানি করছে।তিনি বলেন, আমাদের সামনে অনেক বিপদ। মানুষ এখন সময় অতিবাহিত করছে। এ সরকার মুখে গণতন্ত্রের কথা বলে কিন্তু গণতন্ত্র তারা বিশ্বাস করে না, তারা সুপরিকল্পিতভাবে মানুষের অধিকারগুলো কেড়ে নিচ্ছে। পরিকল্পিতভাবে গণতন্ত্রের মোড়ক দিয়ে স্বৈরশাসন কায়েম করেছে।বিএনপি’র মহাসচিব বলেন, গণ-আন্দোলন যারা করতে চান, অভ্যুত্থান যারা করতে চান সংগ্রাম করে, বিপ্লব করে যারা বাংলাদেশকে মুক্ত করতে চান তাদেরকে অবশ্যই সত্যিকার অর্থে সাচ্চা সৈনিক তৈরি হবে। তাদের মধ্যে আদর্শ থাকতে হবে। তাদের মধ্যে সংগঠনের প্রতি ভালোবাসা এবং সেনাপতির নির্দেশ মানার বোধ থাকতে হবে। চট্টগ্রাম মহানগর বিএনপি’র আহ্বায়ক ডা. শাহাদাত হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্করের পরিচালনায় সমাবেশে অন্যদের মধ্যে দলের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম, কেন্দ্রীয় বিএনপি’র শ্রম সম্পাদক এম. নাজিম উদ্দীন, দক্ষিণ জেলা বিএনপি’র সাবেক সভাপতি ও সাবেক মন্ত্রী জাফরুল ইসলাম চৌধুরী, দক্ষিণ জেলা বিএনপি’র আহ্বায়ক আবু সুফিয়ান, সচিব মোস্তাক আহমেদ খান, চট্টগ্রাম মহানগর বিএনপি’র সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলহাজ এমএ আজিজ, যুগ্ম আহ্বায়ক মো. মিয়া ভোলা, এড. আবদুস সাত্তার, সৈয়দ আজম উদ্দীন, এসএম সাইফুল আলম, এসকে খোদা তোতন, নাজিমুর রহমান, শফিকুর রহমান স্বপন, কাজী বেলাল উদ্দিন, ইয়াছিন চৌধুরী লিটন, মো. শাহ্‌ আলম, ইসকান্দর মির্জা, আবদুল মান্নান, আহ্বায়ক কমিটির সদস্য এরশাদ উল্লাহ প্রমুখ বক্তব্য রাখেন।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us