সিনহা আবুল মনসুর: জীবন এতো ছোট কেন

জাগো নিউজ ২৪ ডা. বিএম আতিকুজ্জামান প্রকাশিত: ১৫ অক্টোবর ২০২১, ১১:৩৭

চিকিৎসক হিসেবে ডা. সিনহা মনসুর প্রায়ই রোগীর মৃত্যু দেখতেন। কোনো মৃত্যু তাঁর কাছে ছিল স্বাভাবিক, কোনটা অস্বাভাবিক। কোনটা সময়ের, কোনটা অসময়ের। এ কথাগুলো তিনি লিখেছিলেন তাঁর একটি বইয়ের ভূমিকাতে। অস্বাভাবিক, অনভিপ্রেত, অসময়ের মৃত্যু নিয়ে তারাশঙ্করের কথা টেনে এনে বলেছিলেন, "জীবন এতো ছোট কেন?"
আমাদের সিনহা ভাই নিজের জীবনের ইতি টানলেন অনেকটা একইভাবে, অস্বাভাবিক , অনভিপ্রেত এবং অসময়ের মৃত্যু। দুদশক ধরে আমেরিকা প্রবাসী সিনহা আবুল মনসুর পেশায় ছিলেন একজন চিকিৎসক। অঙ্গীকারে লেখক, গবেষক, মুক্তচিন্তার আধার, সংগঠক এবং চলচিত্র পরিচালক।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us