হুয়াওয়ের রোটেটিং চেয়ারম্যান কেন হুয়ের মূল প্রবন্ধ উপস্থাপনের মাধ্যমে বুধবার (১৩ অক্টোবর) দুবাইয়ে শুরু হয়েছে দুই দিনব্যাপী হুয়াওয়ের ১২তম বার্ষিক বৈশ্বিক মোবাইল ব্রডব্যান্ড ফোরাম (এমবিবিএফ)।
ফোরামের প্রথম দিনে ফাইভজি বিকাশের বর্তমান পর্যায় ও ভবিষ্যতের নতুন সম্ভাবনা সম্পর্কে আলোচনা করা হয়। হু তার মূল প্রবন্ধে পরবর্তী পর্যায়ের ফাইভজি প্রবৃদ্ধির সুযোগের ক্ষেত্রে তিনটি মূল বিষয়ের উল্লেখ করেন। যার মধ্যে রয়েছে- এক্সটেন্ডেড রিয়েলিটি (এক্সআর) সেবা, বিজনেস টু বিজনেস (বিটুবি) মার্কেট ও কার্বন নিঃসরণ কমানো।