অবশেষে সড়ক দুর্ঘটনার ক্ষতিপূরণের দাবি নিষ্পত্তির জন্য একটি ট্রাস্টি বোর্ড গঠন করেছে সরকার। যদিও এটি পুরোপুরি কার্যকর হবে সড়ক পরিবহন আইন -২০১৮ এর বিধিমালা প্রণয়নের পরে।
এর আগে ক্ষতিগ্রস্ত ও তাদের পরিবার ক্ষতিপূরণ চাইতে পারবেন। তবে কর্মকর্তারা জানিয়েছেন, এসব আবেদনের ব্যাপারে কাজ করা হবে বোর্ড পুরোপুরি কার্যকর হওয়ার পর। তারা বলছেন, বিধিমালা তৈরিতে আরও সময় লাগবে। অর্থাৎ, ক্ষতিপূরণ পাওয়ার জন্য ক্ষতিগ্রস্তদের অপেক্ষা করতে হবে।
এ বিধিমালা সরকারি তহবিলের জন্য অর্থ সংগ্রহের পরিমাণ ও পদ্ধতি নির্ধারণ করবে এবং সেখান থেকে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেবে।