সঠিক চিকিৎসার মাধ্যমে আর্থ্রাইটিসের মতো দীর্ঘমেয়াদি রোগ ভালো করা সম্ভব বলে জানিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ। তিনি বলেন, মানুষের শরীরের জয়েন্টে ব্যাথা এখন সঠিক চিকিৎসার মাধ্যমে ভালো হচ্ছে। এটি একটি ক্রনিক বা দীর্ঘমেয়াদি রোগ। পৃথিবীতে কোটি কোটি মানুষ এ রোগে আক্রান্ত। এসব বিষয়ে চিকিৎসা ও গবেষণা বাড়াতে হবে।
মঙ্গলবার (১২ অক্টোবর) ‘বিশ্ব আর্থ্রাইটিস দিবস-২০২১’ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ বছর দিবসটির প্রতিপাদ্য ‘আর নয় দেরি, সম্পৃক্ত হই আজই’।