বগুড়া সদর উপজেলার কাজী নূরুইল গ্রাম। গ্রামটিতে ১০ থেকে ১২টি পরিবারকেন্দ্রিক তাঁতশিল্প আছে। শীত মৌসুমে পরিবারকেন্দ্রিক তাঁতশিল্পগুলোতে চাদর তৈরি হয়। এ সময় পরিবারের সদস্যরা চাদর তৈরিতে ব্যস্ত সময় পার করেন। দিন-রাত চলে কাজ।